Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

বরাবর, 

          চেয়ারম্যান সাহেব

          মোহাম্মদ আশরাফ আলী উজ্জল

          ০৪নং কানিহারী ইউনিয়ন পরিষদ

          ত্রিশাল, ময়মনসিংহ।

              

১ম পক্ষ (বাদী)                               ২য় পক্ষ (বিবাদী)                              স্বাক্ষীগণের নাম:-

১। মোঃ সাইফুল ইসলাম                    ১। মোছাঃ পারম্নল আক্তার                           ১। মোঃ নজরম্নল ইসলাম

পিতা- মোঃ মিয়া হোসেন                             স্বামী- সাইফুল ইসলাম                      ২। মৃত আক্কাছ আলী

গ্রাম- স্বরস্বতী কান্দা                         ২। মোঃ রফিকুল ইসলাম                             ৩। মোঃ আঃ মতিন

ডাকঘর- বড়মা                               পিতা- মোঃ ওয়াইজ উদ্দিন                 ৪। গোলাম মোসত্মফা

ত্রিশাল, ময়মনসিংহ                         ৩। মোতালেব                                ৫। সিরাজ আলী

                                                পিতা- হযরত আলী                          সর্ব গ্রাম- স্বরস্বতী কান্দা

                                                ৪। ওয়াইজ উদ্দিন                           ডাকঘর- বড়মা

                                                পিতা- মৃত আজিম উদ্দিন                             ত্রিশাল, ময়মনসিংহ

 

বিযয়ঃ অভিযোগ পত্র দাখিল প্রসঙ্গে ।

 

জনাব, 

          যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি নিন্ম স্বাক্ষরকারী মোঃ সাইফুল ইসলাম, পিতা- মোঃ মিয়া হোসেন, গ্রাম- স্বরস্বতী কান্দা, ত্রিশাল, ময়মনসিংহ। ০৪নং কানিহারী ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা। উপরে উলেস্নখিত ১নং বিবাদী আমার বিবাহীতা স্ত্রী, ২নং বিবাদী আমার শ্যালক। আনুমানিক ২০ (বিশ) বৎসর পূর্বে ১নং বিবাদীর সাথে আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পরবর্তী সময়ে আমার স্ত্রী কে নিয়ে তাহার পিত্রালয় (শশুর বাড়ী) থাকা অবস্থায় জায়গা-জমি সংকোলন না হওয়ায় আমি আমি উক্ত ঠিকানায় ৪২.২৫ (সোয়া বিয়ালিস্নশ) শতাংশ ভূমি ক্রয় করিয়া কতক ভূমির মধ্যে বাড়ী ভিটা নির্মাণ করিয়া বসবাস করিয়া আসিতেছি এবং জীবিকা নির্বাহ করার জন্য ৫,৫০,০০০/-  (পাঁচ লক্ষ পঞ্চাশ) হাজার টাকার জমি বন্ধক রাখি। বর্তমানে আমি ০৫(পাঁচ) সমত্মানের পিতা। এমতাবস্থায় দীর্ঘদিন পূর্ব হইতে আমার স্ত্রী ১নং বিবাদী ও তার ভাই ২নং বিবাদী সহ অন্যান্য বিবাদীদের শালাপরামর্শে আমার সহায় সম্পত্তি ও টাকা পয়সা আত্মসাৎ করার জন্য গভীর স্বরযন্ত্রে লিপ্ত থাকিয়া ১২/১১/২০১৭ইং তারিখ রোজ রবিবার সকাল আনুমানিক ০৯.০০ঘটিকার সময় আমার সহিত জমি জমা ও বন্ধকী টাকা পয়সা সংক্রামত্ম বিষয় নিয়া তর্ক-বিতর্ক শুরম্ন হয়। আমি প্রতিবাদ করায় এক পর্যায়ে বিবাদীগণ আমাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলাপাথারী মারধর করে তখন শরীরের বিভিন্ন স্থান ফুলে যায়। আমি বিবাদীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ৩নং স্বাক্ষী মোঃ আঃ মতিন এর ঘরে আশ্রয় নেই। তখন বিবাদীগণ আমার পিছু পিছু দেউড়াইয়া যাইয়া পুনরায় মারধর করার জন্য উদ্যত্ব হইলে, উলেস্নখিত স্বাক্ষীগণ আমকে বিবাদীদের হাত থেকে রক্ষা করেন। আমার ও স্বাক্ষীগণের ডাকচিৎকার শুনিয়া আশ পাশের লোকজন ঘটনাস্থলে আসিয়া ঘটনার বিসত্মারিত শুনেন। তাহারা ঘটনার সত্যতা প্রমাণ করিবেন।  বষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ মিমাংসার সর্বাত্মক চেষ্টা করিয়া ব্যার্থ হওয়ায় আপনার বরাবরে উক্ত অভিযোগ পত্র দাখিল করিলাম।

অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে, উক্ত বিষয়টি বিবেচনা করিয়া সুবিচার করার জন্য বিনীত ভাবে অনুরোধ করিতেছি।

   নিবেদক

 

মোঃ সাইফুল ইসলাম